বাংলাদেশ জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই তাকে দেখা যাবে এই দায়িত্বে। এর আগে তিনি বিপিএলের রংপুর রাইডার্সে সহকারী কোচ এবং ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করা আশরাফুলের খেলোয়াড়ি অভিজ্ঞতা কোচিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সাবেক ক্রিকেটাররা।
বরিশাল দলের প্রধান কোচ হিসেবে এনসিএলে এবং নারী ডিপিএলে গুলশান ইয়ুথ ক্লাবের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন আশরাফুল। তার এই অভিজ্ঞতা জাতীয় দলের জন্য সহায়ক হবে বলে মনে করছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি বলেন, আশরাফুল বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়েছেন। তার খেলার অভিজ্ঞতা ও কোচিং জ্ঞান দলের জন্য বড় সম্পদ হবে।
অন্যদিকে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং বিভাগে বিশেষজ্ঞ সহায়তার প্রয়োজন ছিল। সেই জায়গা থেকেই আশরাফুলকে বেছে নেওয়া হয়েছে। আপাতত এই সিরিজ পর্যন্তই সিদ্ধান্ত কার্যকর থাকবে, পরে বিশ্বকাপের আগে নতুন পরিকল্পনা নেওয়া হবে।
তবে সাবেক স্পিনার ও বর্তমান বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আশরাফুলকে এখনই বিচার করা উচিত নয়। তিনি বলেন, “এটি একটি পরীক্ষামূলক দায়িত্ব। তাকে সময় দিতে হবে, তারপরই বোঝা যাবে তিনি কীভাবে অবদান রাখতে পারেন।”
রাজ্জাক নিজেও এখন বাংলাদেশ দলের টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন। তিনি বলেন, এটি কারও কাজে হস্তক্ষেপ নয়, বরং অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে দলের উন্নয়ন ঘটানোর প্রচেষ্টা।
সিএ/এমআরএফ


