Tuesday, November 4, 2025
26 C
Dhaka

শেরপুরে টানা বৃষ্টিতে আমন ধান ও সবজিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

শেরপুর জেলায় গত তিন দিন ধরে চলমান মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় আমন ধানসহ সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির সঙ্গে বাতাসের ঝড়ো হাওয়ায় ধানগাছ ও শাক-সবজির চারা হেলে পড়েছে। পাশাপাশি বৃষ্টির আগে কেটে ক্ষেতে বিছিয়ে রাখা ধানও নষ্ট হওয়ার পথে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা বিরাজ করছে। কৃষি বিভাগ জানিয়েছে, দ্রুত সময়ে পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় কৃষকদের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে শেরপুর জেলায় ৯৩ হাজার ৬৯৩ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। বর্ষা মৌসুমে তুলনামূলকভাবে অনুকূল আবহাওয়ার কারণে ভালো ফলনের আশা ছিল। তবে সম্প্রতি দুই দিনের টানা বৃষ্টিতে অনেক ক্ষেতের ধান পানি জমে জলাবদ্ধতায় পড়েছে এবং নিচু জমির ধানগাছ সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। এতে ঘরে ফসল তোলার আগে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের কৃষক ফকির আলী জানান, “কয়েকদিনের মধ্যেই আমন ধানের কাটা-মাড়াই শুরু হওয়ার কথা। কিন্তু হঠাৎ শুরু হওয়া বৃষ্টির কারণে ধানগাছ হেলে পড়েছে, বিছিয়ে রাখা ধান নষ্ট হচ্ছে এবং জমিতে পানি জমে গেছে। ফসল ঘরে তোলা এখন কঠিন হয়ে গেছে। এতে শ্রমিক খরচও বেড়ে গেছে।”

শ্রীবরদী উপজেলার বালিজুরী গ্রামের কৃষক কবির বলেন, “এই অবস্থায় ধান কেটে নেওয়াও শুকানো সম্ভব হচ্ছে না। ভেজা ধান ঘরে তোলার আগে আরও ক্ষতি হবে। রোদ না উঠলে কৃষকের খরচ ওঠানো কঠিন হবে এবং লক্ষ্যমাত্রার আবাদও পূরণ হবে না।”

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার অন্যান্য কৃষকরাও জানিয়েছেন, গত বছরের বন্যা ও পাহাড়ি ঢলের কারণে তাদের আমন ধান পুরোপুরি নষ্ট হয়েছিল। এবছর আবহাওয়ার অনুকূলতায় ফলন ভালো হলেও অসময়ে হওয়া বৃষ্টি ও ঝড়ের কারণে ধান নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে নিচু জমির ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শেরপুরে শনিবার ও রবিবার যথাক্রমে ১৩৫ মিলিমিটার ও ১০ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ ভারতের সংলগ্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তিনিসহ কৃষি বিভাগের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ৩০ হেক্টর জমির আমন ধান ও ২৫ হেক্টর শাক-সবজি ও আলু আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, বৃষ্টি না হলে ও রোদ উঠলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচি কার্যকর করা হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস, শীত বাড়বে ডিসেম্বর থেকে

চলতি নভেম্বর থেকেই দেশে শুরু হতে যাচ্ছে শীতের প্রকোপ।...

গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি

‘গণঅভ্যুত্থান-পরবর্তী’ প্রথম বছরে বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ১৯.১৩...

দেশের অর্ধেক মেয়েরই পছন্দ জায়েদ খান : নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনায়। এবার...

জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার দাবি

ইসলামী বক্তা ড. জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান...

শামীম ওসমানের আয়কর নথি জব্দ

দুর্নীতির মামলার প্রেক্ষিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম...

রশিদ খানদের কোচের পদ ছাড়ার ঘোষণা জোনাথন ট্রটের

আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ জোনাথন ট্রট আগামী বছরের...

ঢাকা-১৭ আসনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

আবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আশরাফুল হোসেন...

মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া ওরফে মোনামী সোমবার...

ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হতে পারে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দক্ষিণ আমেরিকার দেশ...

এআইয়ে বিপুল বিনিয়োগে চাপের মুখে মেটা

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আলোচনার প্রধান...

স্ত্রী-মেয়েসহ সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের আয়কর নথি জব্দ

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস...

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ টন গমবাহী...

হালাল রুজির ১৩ মূলনীতি

ইসলাম ধর্মে উপার্জন শুধু জীবিকার মাধ্যম নয়, এটি এক...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাজুসের প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন সভাপতি...
spot_img

আরও পড়ুন

একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস, শীত বাড়বে ডিসেম্বর থেকে

চলতি নভেম্বর থেকেই দেশে শুরু হতে যাচ্ছে শীতের প্রকোপ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অন্তত ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার...

গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি

‘গণঅভ্যুত্থান-পরবর্তী’ প্রথম বছরে বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ১৯.১৩ শতাংশ বেড়েছে। সাধারণত রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ কমে যায়, তবে বাংলাদেশ এই ধারা ভেঙে...

দেশের অর্ধেক মেয়েরই পছন্দ জায়েদ খান : নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনায়। এবার তিনি খবরের শিরোনামে এসেছেন সহকর্মী চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে এক মন্তব্যের কারণে। সম্প্রতি জায়েদ খানের...

জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার দাবি

ইসলামী বক্তা ড. জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করার জন্য স্মারকলিপি জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন)-এর কাছে একদল শিক্ষার্থী। সোমবার (৩ নভেম্বর)...
spot_img