লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহকে লক্ষ্য করে ব্যাপক সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ রোববার (২ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে এবং লেবাননের সরকার আগের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের নিরস্ত্র করতে ব্যর্থ হলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, এমনকি হামলা জোরদার করা হবে। তিনি জানান, ইসরায়েলের উত্তরাঞ্চলে কোনো হুমকি থাকতে দেওয়া হবে না।
গত শনিবার ইসরায়েলি হামলায় লেবাননে চারজনের মৃত্যু হয়েছে। হামলার প্রেক্ষাপটে ইসরায়েল হিজবুল্লাহর সংগঠিত হওয়ার চেষ্টা এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে তাদের সংহতির বিষয়কে উদ্বেগজনক হিসেবে দেখছে। ২০২৩ সালের অক্টোবর থেকে হিজবুল্লাহ সীমান্তবর্তী এলাকায় বিক্ষিপ্ত হামলা শুরু করে এবং ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পূর্ণ যুদ্ধের মুখোমুখি হয়। এ সময় ইসরায়েল হিজবুল্লাহর সাবেক প্রধান নেতা হাসান নাসরুল্লাহসহ বেশিরভাগ নেতাকে হত্যা করে।
হামলায় বহু বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। এর পরও লেবাননের বিভিন্ন অঞ্চলে হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘর্ষ চলমান রয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি সেনারা লেবাননে অনুপ্রবেশ করে এক সরকারি কর্মচারীকে হত্যা করেন, যার পর লেবাননের প্রেসিডেন্ট নির্দেশ দেন সেনারা যেন আর কোনোভাবে লেবাননে প্রবেশ করতে না পারে।
সূত্র: এএফপি
সিএ/এমআরএফ


