অনেক জল্পনাকল্পনার অবসন ঘটিয়ে দুই বছর অপেক্ষার প্রহর শেষে আজ রাতে ঢাকায় আসছে অজি ক্রিকেট দল। ২০১৫ সালে দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। অনেক নাটকের পর অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ শুক্রবার রাতে ঢাকায় পা রাখতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে স্টিভেন স্মিথের দল।
স্মিথ-ওয়ার্নাররা রাতে আসলেও নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি দল আগেই পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওই নিরাপত্তা দলের উপস্থিতিতে একটি মহড়া চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্যারা কমান্ডো ব্যাটেলিয়ান। সেনাবাহিনীর মহড়া মাঠে উপস্থিত থেকে দেখেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল। পুরো মহড়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন সফরকারী দলের দুই কর্মকর্তা।
আগামী ২৭ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আগামী চার সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। মূল সিরিজ শুরুর আগে আগামী ২২-২৩ আগস্ট দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাট রেনশ, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড।