হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর একটি। সহজে টেক্সট, ছবি, ভিডিও ও ভয়েস মেসেজ আদান-প্রদানের সুবিধায় এই অ্যাপ ব্যবহার করেন কোটি কোটি মানুষ। সাধারণত বার্তার নিচে থাকা দুটি নীল টিক চিহ্ন দেখে বোঝা যায় প্রাপক বার্তাটি পড়েছেন কি না।
তবে অনেক সময় ব্যবহারকারীরা চান, প্রেরক যেন না জানেন যে বার্তাটি তারা পড়েছেন। এজন্য অনেকে ‘ব্লু টিক’ অপশনটি বন্ধ রাখেন। কিন্তু তাতে আরেকটি সমস্যা তৈরি হয়—সব বার্তার ক্ষেত্রেই প্রেরক জানতে পারেন না প্রাপক বার্তা দেখেছেন কি না।
এই সমস্যার সমাধান মিলবে এক সহজ উপায়ে—হোয়াটসঅ্যাপ না খুলেই বার্তা পড়া যাবে স্মার্টফোনের হোমস্ক্রিনে একটি ‘উইজেট’ যোগ করে। এর জন্য হোমস্ক্রিনে আঙুল চেপে ধরে ‘উইজেটস’ মেনুতে গিয়ে হোয়াটসঅ্যাপের ৪ বাই ২ ফরম্যাটের উইজেটটি বেছে নিতে হবে। এরপর সেটি স্ক্রিনে যুক্ত করলেই নতুন আসা বার্তাগুলো দেখা যাবে।
এই উইজেট ব্যবহারে বার্তা বড় হলে স্ক্রল করে সম্পূর্ণ পড়া সম্ভব। সবচেয়ে বড় সুবিধা হলো, বার্তা পড়লেও কোনো ব্লু টিক দেখা যাবে না। অর্থাৎ ব্যবহারকারী বার্তা দেখলেও প্রেরক তা জানতে পারবেন না। যারা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চান বা বারবার সেটিংস পরিবর্তনে বিরক্ত হন, তাদের জন্য এটি একটি কার্যকর উপায়।
সিএ/এমআর


 
                                    
