বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র শুধু ক্যামেরার সামনে নয়, বাস্তব জীবনে ও অসাধারণ সাহসিকতার জন্য পরিচিত। সম্প্রতি পরিচালক সত্যজিৎ পুরী তার সাক্ষাৎকারে এমন কিছু ঘটনা শেয়ার করেছেন, যা ধর্মেন্দ্রের সাহসী ও নীরবে দৃঢ় ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।
সত্যজিৎ পুরী বলেন, ‘‘সেই সময় আন্ডারওয়ার্ল্ড খুব শক্তিশালী ছিল। অনেক অভিনেতা তাদের হুমকিতে ভয়ে ভয় পেতেন। কিন্তু ধর্মেন্দ্র ও তার পরিবার কখনো ভয়ে পিছপা হননি। একবার ধর্মেন্দ্র স্পষ্টভাবে হুমকিদাতাদের জানিয়েছেন, ‘তোমাদের ১০ জন লোক থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে আছে পুরো সেনাবাহিনী। আমি ডাকলেই ট্রাক ভর্তি মানুষ লড়াই করতে আসবে। তাই আমার সঙ্গে ঝামেলা করো না।’’’
তিনি আরও জানান, একবার ধর্মেন্দ্রকে ছুরির আঘাত করা হয়েছিল, তবুও এক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমান দিনে অভিনেতারা ছয়জন দেহরক্ষী নিয়ে ঘোরেন, কিন্তু সেই সময় ধর্মেন্দ্র এবং বিনোদ খান্নার মতো তারকারা স্বাধীনভাবে ঘুরতেন।
পরিচালক ধর্মেন্দ্রের অ্যাকশন দৃশ্যের প্রশংসাও করেছেন। একবার ‘গুলামি’ ছবির শুটে একটি ঘোড়াকে মার্বেলের সিঁড়ি দিয়ে প্রাসাদে ওঠাতে হয়েছিল। ঘোড়াটি সিঁড়িতে দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরো সিঁড়ি পিচ্ছিল হয়ে যায়। ধর্মেন্দ্র আহত হলেও নিজস্ব স্টাইলে ঘোড়াটিকে নিয়ন্ত্রণ করেছিলেন। ঘোড়ার আহত হওয়ার কারণে মন খারাপ হলেও ধর্মেন্দ্র ঘোড়ার মালিককে ২০০ টাকা দিয়েছেন। সত্যজিৎ পুরী উল্লেখ করেছেন, ধর্মেন্দ্র, সানি এবং ববি দেওলের মতো সাহসী অভিনেতা খুব কম দেখা যায়।
সিএ/এমআর


