যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। অভিযোগ, প্রশাসন দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনা নিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই খাদ্য সহায়তা কর্মসূচি বা সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এসএনএপি) প্রায় চার কোটি নিম্নআয়ের মানুষের জন্য অত্যাবশ্যক। ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে অঙ্গরাজ্যগুলো দাবি করছে, প্রশাসন ৬০০ কোটি ডলারের জরুরি তহবিল ব্যবহার করে এই প্রোগ্রাম চালু রাখুক। এসএনএপি সুবিধা বন্ধ হলে জনগণের খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিশুদের মধ্যে অনাহার ও অপুষ্টি থেকে মনোযোগের ঘাটতি, ক্লান্তি ও আচরণগত সমস্যা দেখা দিতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
তবে মার্কিন কৃষি বিষয়ক দপ্তর (ইউএসডিএ) জানিয়েছে, তারা জরুরি তহবিল ব্যবহার করবে না এবং নভেম্বরে অর্থ ফুরিয়ে গেলে এই সহায়তা শেষ হয়ে যাবে। ইউএসডিএ জানিয়েছে, এই তহবিল প্রাকৃতিক দুর্যোগ বা অন্য জরুরি প্রয়োজনে ব্যবহার হতে পারে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক পাল্টাপাল্টি চলছে।
মামলায় অংশ নেওয়া অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানসাস, নিউইয়র্ক, ওয়াশিংটন, উইসকনসিনসহ আরও অনেক অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন দেশীয় জনগণকে অনাহারে ঠেলছে। ইউএসডিএ দাবি করেছে, ডেমোক্র্যাটদেরই এখন ব্যবস্থা নিতে হবে যেন শিশু ও দরিদ্ররা সময়মতো খাদ্য সহায়তা পায়।
সিএ/এমআর


