জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমণির মধ্যে সম্পর্কের ত্রুটি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল বেড়েছে। চলতি বছরের শুরুতে পরীকে নিজের কাছে টানেন অপু বিশ্বাস এবং তাঁকে বোন হিসেবে সম্বোধন করলেও সাম্প্রতিক সময়ে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে বলে গুঞ্জন চলছে।
গত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির অনুষ্ঠানে অপুর উপস্থিতি নিয়ে পরী সমালোচনা করলে বিতর্ক শুরু হয়। সামাজিকমাধ্যমে অপুকে পল্টিবাজ ও সুবিধাবাদী আখ্যা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে অনেকে মনে করেন, দুজনের সম্পর্ক তলানিতে পৌঁছেছে।
তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছেন, “সম্পর্কের কিছু নেই তো। সবাই আমার অনেক পছন্দের মানুষ। সেও (পরীমণি) আমার অনেক পছন্দের মানুষ। খুব সুইট একজন মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।”
বর্তমানে অপু বিশ্বাস ছেলেকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ফ্যাশন মডেলিং ও ব্যবসা-বাণিজ্যেও মনোযোগী তিনি। অন্যদিকে পরীমণি দুই ছেলে-মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং শিগগিরই ‘ডোডোর গল্প’ ও ‘গোলাপ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।
সিএ/এমআর


