ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের সঙ্গে কিছু ডাকসু নেতার অশোভন ও আক্রমণাত্মক আচরণকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
সোমবার (২৭ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের সঙ্গে ডাকসু নেতাদের আচরণ অত্যন্ত অগ্রহণযোগ্য। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।”
নাছির আরও বলেন, “বিগত প্রশাসনের ব্যর্থতার দায় বর্তমান ট্রেজারারের ওপর চাপিয়ে অযথা চাপ সৃষ্টি করা অছাত্রসুলভ ও বিবেকহীন আচরণ।”
তিনি ডাকসু নেতাদের উদ্দেশে বলেন, দাবি আদায়ে মবতন্ত্র নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা উচিত। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর আহ্বান জানান।
ফেসবুক পোস্টে নাছির আরও উল্লেখ করেন, “ক্যাম্পাসে অনুমোদিত দোকানগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। দীর্ঘদিন ধরে পরিচালিত দোকানগুলোকে হঠাৎ উচ্ছেদ না করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাঠামোর আওতায় আনতে হবে।”
সিএ/এমআর


