গণআন্দোলনের পর ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার মাদাগাস্কারের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দুই সপ্তাহ আগে দেশটি ছেড়ে পালানো এই সাবেক প্রেসিডেন্টকে দেশের সেনাবাহিনী ক্ষমতা হস্তান্তর করার পর বিদেশে যাওয়ার অনুমতি দেয়।
মাদাগাস্কারের প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলো এক সরকারি ডিক্রিতে জানান, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করায় তার মাদাগাস্কারের নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী, কোনো মালাগাসি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তবে তার দেশীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়।
৫১ বছর বয়সী আন্দ্রি রাজোলিনা ক্ষমতা হারানোর পর আড়ালে চলে গেছেন। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, তাকে ফরাসি বিমান বাহিনীর একটি বিমান ফ্রান্সে নিয়ে গেছে। তবে বর্তমানে তিনি কোথায় আছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের একদিন আগে, অর্থাৎ ১৪ অক্টোবর, মাদাগাস্কারের জনগণ জেন-জিরা বিদ্যুৎ বিভ্রাট, পানি সমস্যা ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভে নামে। সেই বিক্ষোভ দ্রুত দুর্নীতি বিরোধী আন্দোলনে রূপ নেয় এবং প্রেসিডেন্ট রাজোলিনার পদত্যাগ দাবি করা হয়।
১১ অক্টোবর দেশটির সেনাবাহিনীর ক্ষমতাধর এলিট ইউনিটের সদস্যরা অপ্রত্যাশিতভাবে তাদের ব্যারাক থেকে বের হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। এর ফলে প্রেসিডেন্ট রাজোলিনা ক্ষমতা হারান এবং গোপনে দেশ ত্যাগ করেন।
সিএ/এমআর


