আগামী ডেস্ক
বাংলাদেশের মেটাল মিউজিক ভক্তদের জন্য আয়োজন হচ্ছে মেগা কন্সার্ট। শুধুমাত্র হেডব্যাঙ্গার্সদের জন্য আয়োজিত এই কন্সার্টের উদ্যোক্তা “গেট অ্যাম্পড সিরিজ”। আসছে ৮ই সেপ্টেম্বর আগারগাঁও ন্যাশনাল লাইব্রেরীতে আয়োজিত এই মেগা কন্সার্টে পারফর্ম করবে পাওয়ারসার্জ, সিভিয়ার ডেমেনশিয়া, ডিসেক্টর, ট্রেইনরেক, থ্র্যাশ, টর্চার গোরগ্রাইন্ডার সহ মোট চৌদ্দটি ব্যান্ড। যারা দেশের মেটাল সীনকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে
রক মিউজিকের একটি বিবর্ধিত শাখা মেটাল মিউজিক। সমগ্র বিশ্বে জনপ্রিয় মেটাল সঙ্গীত এখন ধীরে ধীরে এ দেশেও জনপ্রিয়তা পেতে শুরু করেছে। আর তাই তো তৈরি হচ্ছে প্রচুর আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের। কিন্তু যখন একের পর এক মেটাল কন্সার্ট বাতিল হয়ে বাংলাদেশী হেডব্যাঙ্গার্সদের আকাশে কালো রশ্মি দেখা দিচ্ছিল তখনই গেট অ্যাম্পড সিরিজ(Get Amped Series) নিয়ে এলো “এক্সট্রিম মেটাল ফেস্ট”।
মোট চৌদ্দটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড নিয়ে এই কন্সার্টের টিকেট মূল্য ধরা হয়েছে তিনশত টাকা মাত্র। TicketChai.com- এ অনলাইনে ঘরে বসেই অর্ডার করা যাবে টিকিট। এছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগ করুন Get Amped Series এর অফিসিয়াল ফেসবুক পাতায়।