চলতি বছরের শেষপ্রান্তে এসে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে আরেক দফা লম্বা ছুটি। বছরের বাকি সময়টাতে সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী রয়েছে মাত্র দুটি সাধারণ ছুটি—একটি বিজয় দিবস ও অন্যটি বড়দিন উপলক্ষে। এর মধ্যে বড়দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ যুক্ত হয়ে টানা তিন দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
অক্টোবরের শুরুতে দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি কাটিয়েছিলেন। ১ অক্টোবর ছিল নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি, আর ৩ ও ৪ অক্টোবর ছিল যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ। সেই ছুটির আনন্দের রেশ কাটতে না কাটতেই আবারও আসছে বছরের শেষের দিকের বিরতি।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ডিসেম্বর মাসে দুটি গুরুত্বপূর্ণ ছুটি রয়েছে। এর মধ্যে প্রথমটি বিজয় দিবস, যা পড়েছে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। দ্বিতীয়টি খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন, যা পালিত হবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)।
এই বড়দিনের ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের বিশ্রামের সুযোগ পাবেন। ফলে বছরের শেষ সপ্তাহে অনেকেই পরিবারের সঙ্গে ছোট্ট সফর বা বিশ্রামের পরিকল্পনা করছেন।
সিএ/এমআর


