ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে ঝলসাচ্ছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়েও বড় সুখবর পেয়েছেন তিনি। সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে বোলিংয়ে ৬৫ ও অলরাউন্ডার হিসেবে ৩৭ ধাপ এগিয়েছেন রিশাদ।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার (২১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে ১৪ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। বল হাতে ১০ ওভারে ৪২ রান খরচায় তুলে নেন ৩ উইকেট, যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। প্রথম ওয়ানডেতেও ১৩ বলে ২৬ রান করার পর ৩৫ রানে ৬ উইকেট শিকার করে নজর কাড়েন এই তরুণ লেগস্পিনার—যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।
দুই ম্যাচ মিলিয়ে ব্যাট-বলে এমন ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই রিশাদ হোসেন এখন আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে ৬৮তম স্থানে উঠেছেন। তার রেটিং পয়েন্ট ৪৩০—ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ। অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও ৩৭ ধাপ উন্নতি করে ৮৭তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি, রেটিং পয়েন্ট ১৫১।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখন পর্যন্ত ১-১ সমতা রয়েছে। সিরিজের শেষ ওয়ানডে হবে শনিবার, যেখানে নজর থাকবে রিশাদের ধারাবাহিকতা ধরে রাখায়।
সিএ/এমআর