নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ভালো নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সকল প্রতিকূলতা মোকাবিলা করে হলেও নির্বাচন কমিশনকে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইসি মাছউদ বলেন, নির্বাচনের ব্যাপারে দেশের মানুষের মধ্যে একটা ‘কিন্তু’ তৈরি হয়ে গেছে। অভিযোগ আছে, ভোটটা রাতেই হয়ে গেছে। এই নির্বাচন যদি আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভালোভাবে আয়োজন করতে না পারি, তাহলে বিশ্বের কাছে আমরা জাতি হিসেবে লজ্জিত হবো। আমরা নিন্দনীয় অবস্থায় চলে যাবো।
তিনি আরও বলেন, আমাদের ভালো নির্বাচন করা ছাড়া কোনো উপায় নাই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই ভালো নির্বাচন করতেই হবে। এসময় তিনি ইউএনওদের সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সিএ/এমআর