ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকা শবনম বুবলী কাশফুলের মাঝে নিজেকে নতুনরূপে উপস্থাপন করে ভক্তদের মন জয় করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাশফুলের পরিবেশে তোলা কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।
প্রথমে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে সিনেমায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন বুবলী। নিয়মিত কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব তিনি।
নতুন ছবিগুলোতে দেখা যায়, খোলা চুলে, মানানসই পোশাকে এবং রোদচশমা পরে হাস্যোজ্জ্বল বুবলী দাঁড়িয়ে আছেন কাশফুলের শুভ্রতার মাঝে। ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “ফুলেরা নীরব, তবুও তারা তাদের সৌন্দর্য, লাবণ্য আর মাধুর্যকে মেলে ধরে।”
তার এমন প্রকাশে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন অসংখ্য অনুরাগী। কেউ লিখেছেন, “মাশাআল্লাহ, তুমি দেখতে এত মিষ্টি আর বার্বি পুতুলের মতো সুন্দর।” আরেকজন মন্তব্য করেছেন, “কাশফুলের সৌন্দর্য দেখি।”
সিএ/এমআর