ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে আইনশৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন জানান, নির্বাচনী প্রচারে সাধারণ কোনো ব্যক্তি ড্রোন ব্যবহার করতে পারবেন না। তবে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করতে পারবে।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য চার কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা।
ইসি সচিব জানান, নির্বাচনে মোট প্রায় ছয় লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে; যার মধ্যে এক লাখ সেনা এবং দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। তিনি উল্লেখ করেন, আগের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী পাঁচ দিনের জন্য মোতায়েন করা হতো, এবার প্রস্তাবনা এসেছে আট দিনের জন্য মোতায়েনের।
সিএ/এমআর