বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও উত্থান দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম একদিনে ১০ দিরহাম বেড়ে ৫০৭ দিরহামে পৌঁছেছে। মঙ্গলবার বিকেলের দাম ছিল ৪৯৭.৫০ দিরহাম। সকাল ও বিকেলের মধ্যে দাম ওঠানামা ছিল ৫০৩.৫০ থেকে ৫০৭ দিরহাম পর্যন্ত।
জনপ্রিয় ২২ ক্যারেট স্বর্ণের দামও বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ৪৬০.৭৫ দিরহাম থেকে বুধবার বিকেলে দাঁড়িয়েছে ৪৬৯.৫০ দিরহামে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রার ওঠানামা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝোঁক বাড়িয়েছে।
আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৪,১৯২.৪৫ ডলার, যা ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে। সংযুক্ত আরব আমিরাতে ১০ গ্রামের ২৪ ক্যারেট স্বর্ণ কিনতে এখন আগের দিনের তুলনায় প্রায় ১০০ দিরহাম বেশি খরচ হচ্ছে, এবং ২২ ক্যারেটের ক্ষেত্রে প্রায় ৯০ দিরহাম বেশি।
দেশীয় বাজারে মূল্য নির্ধারণ অনুযায়ী:
- ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি (১১.৬৬৪ গ্রাম): ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৭৭ হাজার ১ টাকা
- সনাতন পদ্ধতির এক ভরি: ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা
রুপার বাজারেও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬,২০৫ টাকা, যা সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫,৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫,০৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৮০২ টাকায় বিক্রি হচ্ছে।
সিএ/এমআর