জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ টানা পাঁচদিনের যুক্তিতর্ক শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আবেদন জানান। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়।
তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ ছাত্র-জনতা নিহত হয়েছেন। একজন মানুষ হত্যায় যদি একবার মৃত্যুদণ্ড হয়, তবে শেখ হাসিনার বিরুদ্ধে ১ হাজার ৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তবে আইন অনুযায়ী তা সম্ভব নয়, তাই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করা হয়েছে।
তিনি আরও জানান, অপরাধীদের সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহত পরিবারের ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী সোমবার শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে।
গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে ১,৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা, নির্দেশ দানসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগে বিচার শুরু হয়। মামলার শেষ সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর।
সিএ/এমআর