ঢাকাবাসীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের চলাচলের সময় আগামী রোববার (২০ অক্টোবর) থেকে এক ঘণ্টা বাড়ানো হবে। নতুন সূচি অনুযায়ী, সকাল ও রাতে ট্রেন চলাচলের সময় প্রতিটি ক্ষেত্রে আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে সকাল ৭টা ৩০ মিনিটে) এবং রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে রাত ৯টা ৪০ মিনিটে)। শুক্রবারও সময়সূচিতে পরিবর্তন এসেছে; আগে মেট্রোরেল চলত বেলা ৩টা থেকে, এখন শুরু হবে বেলা ২টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেনও রাত আধা ঘণ্টা পরে চলবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, যাত্রীসেবার মান বাড়াতে ধাপে ধাপে চলাচলের সময় ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। ১৫ নভেম্বরের মধ্যে নতুন ট্রিপ চালুর পরিকল্পনা রয়েছে, যাতে প্রতি ঘণ্টায় আরও বেশি ট্রেন চালানো সম্ভব হবে এবং যাত্রী চাপ কমানো যায়।
বর্তমানে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। পর্যাপ্ত কোচ, চালক ও কারিগরি প্রস্তুতির ভিত্তিতে ভবিষ্যতে নতুন স্টেশন চালুরও পরিকল্পনা চলছে।
সিএ/এমআর