এশিয়া কাপের সময় পাঁজরের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন দাস। এরপর আফগানিস্তান সিরিজেও খেলতে পারেননি তিনি। এবারও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে লিটন দাসকে দেখা যাবে না।
ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, পাঁজরের চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি এবং ব্যাথা থাকায় আসন্ন সিরিজে তিনি নামতে পারছেন না। ওয়ানডেতে ব্যাট হাতে ফর্মও নেই লিটনের; শেষ ১০ ম্যাচে মোটে ৭১ রান করেছেন।
এদিকে, কাঁধের ইনজুরিতে ভুগছেন পারভেজ হোসেন ইমন। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তিনিও দলে নেই। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে এবার নাঈম শেখের ওপরই ভরসা রাখতে হবে।
সিরিজ সূচি অনুযায়ী, দুই দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে। ওয়ানডে শুরু হবে ১৮ অক্টোবর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, এবং বাকি দুটি ওয়ানডে হবে ২০ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে। সব ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
ওয়ানডে সিরিজ শেষে ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রামে রওনা হবে বাংলাদেশ দল। তিনটি টি-টোয়েন্টি হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর, শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সিএ/এমআরএফ