ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ব্যাংকের ধর্মপ্রাণ কর্মকর্তাদের জন্য শরিয়াহভিত্তিক হাউজ ও কার লোন চালুর পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, এতে ইসলামি নীতি অনুসারে জীবনযাপন করতে ইচ্ছুক ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা উপকৃত হবেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সীরাত মাহফিলে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা আমাকে জানিয়েছেন, তারা শরিয়াহ মেনে চলতে চান। যদি তাদের জন্য শরিয়াহভিত্তিক হাউজ বা কার লোনের ব্যবস্থা করা হয়, তবে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হবে এবং তাদের অধিকার নিশ্চিত করবে।’’
ইসলামি ব্যাংকগুলোতে শরিয়াহ পালন প্রসঙ্গে তিনি বলেন, দেশে ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রমে শরিয়াহ মেনে চলা হচ্ছে কি না—তা নিশ্চিত করতে কঠোর জবাবদিহিতা প্রয়োজন। এরই মধ্যে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তা এ ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, গ্রাহকদের শরিয়াহ সম্পর্কে সচেতন করতে একটি সার্ভিস সিস্টেম চালুর প্রয়োজন আছে। এতে তারা বুঝতে পারবেন কোন প্রক্রিয়ায় শরিয়াহ লঙ্ঘিত হচ্ছে আর কোনটিতে নয়। যেমনভাবে বিবাহ ও জিনার পার্থক্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় নির্ধারিত, তেমনি ব্যাংকিংও সুনির্দিষ্ট নিয়মে শরিয়াহসম্মত হতে পারে।
শায়খ আহমাদুল্লাহ ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘‘কোরআনের বহু আয়াতে ইনসাফের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই ন্যায়নিষ্ঠা বজায় রাখতে হবে।’’
সিএ/এমআর