বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়ানো হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৩ টাকা। এছাড়া প্রতি লিটার পাম অয়েলের দাম ১৩ টাকা বৃদ্ধি করা হয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সোমবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে ১৯৫ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ১৭৪ টাকা থেকে ১৭৭ টাকা এবং পাম অয়েলের দাম ১৫০ টাকা থেকে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।
গত আগস্টে ভোজ্যতেলের দাম নিয়ে ব্যবসায়ী ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে মতানৈক্য দেখা দেয়। তখন ব্যবসায়ীরা ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, তবে মন্ত্রণালয় অনুমতি দিয়েছিল মাত্র ১ টাকা বৃদ্ধি। এরপর ব্যবসায়ীরা নতুন দাম ঘোষণা করেছিল না। সাম্প্রতিক বৈঠকের মাধ্যমে নতুন দাম চূড়ান্ত করা হয়েছে।
সিএ/এমআর