জেন-জি নেতৃত্বাধীন সরকারবিরোধী তুমুল আন্দোলনের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ফরাসি সামরিক বিমানে করে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছাড়েন। দেশটির বিরোধীদলীয় নেতা ও অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রেসিডেন্ট রাজোয়েলিনা রোববার দেশ ত্যাগ করেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় তিনি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পালিয়ে গেছেন। ফরাসি সেনাবাহিনীর একটি কাসা বিমান রাজোয়েলিনাকে দেশে থেকে ফ্রান্সে নিয়ে গেছে।
জেন-জির বিক্ষোভ মূলত পানি ও বিদ্যুৎ সংকট, সরকারি দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মৌলিক সেবার ঘাটতির প্রতিবাদে শুরু হয়। গত ২৫ সেপ্টেম্বর থেকে এই আন্দোলন দ্রুত সরকারবিরোধী গণ-অসন্তোষে পরিণত হয়। বিক্ষোভ চলাকালীন সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে যুক্ত হয় এবং জনগণের ওপর গুলি চালানোর অস্বীকৃতি জানায়।
সিনেটের সভাপতি পদচ্যুত হয়ে জ্যঁ আন্দ্রে এনরেমাঞ্জারিকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী, রাজোয়েলিনা অনুপস্থিত থাকাকালীন নির্বাচনের আগ পর্যন্ত তিনি দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
সোমবার রাজধানীতে হাজার হাজার মানুষ প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। দেশটির যুবসমাজ, বিশেষত জেন জেড প্রজন্ম, সরকারের অবহেলা ও দুর্নীতির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন।
প্রায় ৩ কোটি মানুষের মাদাগাস্কারে গড়ে বয়স ২০ বছরের কম এবং দেশটির তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। বিশ্বের সবচেয়ে বড় ভ্যানিলা উৎপাদনকারী দেশ হিসেবে মাদাগাস্কারের অন্যান্য গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হলো নিকেল, কোবাল্ট, টেক্সটাইল ও চিংড়ি।
সিএ/এমআর