সম্প্রতি ঢালিউডের প্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিনে বনানীর একটি স্টুডিওয় আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। দেশের শীর্ষস্থানীয় বিনোদন সাংবাদিকরা উপস্থিত ছিলেন, যেখানে কেক কাটা, আড্ডা ও স্মৃতিচারণের মাধ্যমে পুরো পরিবেশ মুখর হয়ে ওঠে আনন্দে।
অপু বিশ্বাস এ দিনটি উপলক্ষে পুরোনো দিনের স্মৃতি শেয়ার করেন। তিনি বলেন, শাকিব খান কখনো নিজের জন্মদিন ঠিকমতো মনে রাখতেন না। কেক কাটার সময় তিনি এসে বলতেন, “ডায়েট করছি, এত খাবার কেন!” প্রথমদিকে শপ থেকে সালোয়ার কামিজ বা কসমেটিকস নিয়ে আসতেন, কিন্তু পরে মনে রাখার প্রয়োজন মনে করতেন না।
অপু বিশ্বাস আরও বলেন, “স্ক্রিনে একজন মানুষ যতটা রোমান্টিক, বাস্তবে ততটাই আনরোমান্টিক। তবে শাকিব সবসময় হাসাতে ভালোবাসে। তখন আমি রোমান্টিক-আনরোমান্টিকের পার্থক্য বুঝতাম না বলেই হয়তো এমনটা লাগত।”
নিজের জন্মদিনে একটি উইশ করতে বললে তিনি আবেগঘনভাবে বলেন, “তিনটা উইশের মধ্যে আমার একটা কথাই থাকবে—আমি যেন একজন সফল মা হতে পারি। আমার সন্তানের জীবনটা নতুন, তার যাত্রাটাও নতুন। সেখানে যেন আমি একজন পরিপূর্ণ মা হিসেবে পাশে থাকতে পারি। আমি চাই, সে যেন শিখে নেয়—ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়।”
শেষে অপু বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আজকে আপনাদের সবাইকে পাশে পেয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত। আমার সন্তানের পর যদি কিছু খুব স্পেশাল বলতে হয়, তাহলে বলব—আপনারা। এই দিনটা আমি সারা জীবন মনে রাখব।”
সিএ/এমআর


