দেশে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে নতুন দামে বাজারে এই মূল্যবান ধাতু বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৮ অক্টোবর রাতে জানায়, এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা বাড়ানো হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, আর ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম এখন ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।
স্বর্ণের দাম নির্ধারণের সময় ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করা হয়। তবে গহনার নকশা অনুযায়ী মজুরি কিছুটা কমবেশি হতে পারে।
এর আগেও গত ৭ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা—যেটিও ছিল নতুন রেকর্ড।
২০২৩ সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৫ বার বাড়ানো হয়েছে এবং ১৮ বার কমানো হয়েছে। ২০২৪ সালে দাম কমার হার তুলনামূলক বেশি ছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম এখন ৪ হাজার ৯৮১ টাকা, যা রুপার ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৩ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২৩ সালে রুপার দাম মোট ৬ বার পরিবর্তিত হয়েছে, যার মধ্যে ৫ বারই বেড়েছে।
সিএ/এমআর


