বিশুদ্ধ বিষপান
নেশার নেশায় তুমি আজ করছো আমাদের কালো,
আমরাও কি বোকা হচ্ছি না আমরা ভালো।
মাদক কেন খাই মাদকে কেন যাই,
আমাদের খারাপ করতে দিচ্ছো কেন সায়?
ওরে মাদক,দূর হও তুমি শান্তি দাও আমায়,
মাদক, ক্ষমা করো তুমি মুক্তি দাও আমায়।
মাদক মাদক করে রোজ ধ্বংস করি আমাদের জীবন,
যদি আমরা ছাড়ি মাদক আজ বইবে না আর বিষাক্ত পবন।
সমস্যায় জর্জরিত সে করছে তাই মদ্যপান,
জেনেও সে করছে আজ বিশুদ্ধ বিষপান।
অন্যায় রুখবো
অন্যায় রুখতে হবো ভালো জ্বালো আগুন জ্বালো,
নিপাত যাক সব কালো জ্বালো আগুন জ্বালো।
কালো ভালো বলে চালায় রুখে যেন আগুন না জ্বালাই,
জ্বালবো আগুন আমরাই অন্যায় রুখবো আমরাই।
দেশের জন্য প্রয়োজনে রাখবো জীবন বাজি,
দেশ করবো শত্রুমুক্ত প্রতিরোধ গড়বো আজি।
স্বাধীনতা
স্বাধীনতার নিমিত্তে আজ গড়বো মোরা স্বদেশ,
দেশের জন্য লড়বো আজ শত্রু করবো নিঃশেষ।
স্বাধীনতার গন্ধে আজও বিভোর হয়ে থাকি,
দেশের জন্য প্রয়োজনে রাখবো জীবন বাজি।
স্বাধীনতা মানে নয় স্বাধীনতা অর্জন,
স্বাধীনতা মানে হয় হুংকার-গর্জন।
গড়তে সোনার স্বদেশ হয়েছি ঐক্যবদ্ধ,
কিছু করবো ভাবি খুব রয়েছি নিস্তব্ধ।
স্বাধীনতা মানে ভালবাসি ও প্রিয় স্বদেশ,
স্বাধীনতা মানে তোমার প্রতি ভালবাসা হবেনা কভু শেষ।
ধানের ক্ষেত
পাকা ধানে ভরছে মাঠ সবার মুখে হাসি,
পল্লী গাঁয়ে প্রতি ঘরে বাজলো সুখের বাঁশি।
একে একে সোনার ধানে উঠল ভরে উঠান,
আনন্দতে গেল ভরে কৃষক ভাইয়ের প্রাণ।
শুন্য গোলা ভরছে আজ সোনার রঙের ধানে,
সুখের আনন্দে ভরছে প্রাণ মিষ্টি গানে গানে।
বৃষ্টির শব্দ
আজহার মাহমুদ হাসান
রিমঝিম রিমঝিম পড়ছে বৃষ্টি,
কালো মেঘে ঐ আকাশে অপরূপ দৃষ্টি।
টিপটিপ টিপটিপ অবিরাম ঝরছে,
আকাশেতে সাদা মেঘ ওপারে নড়ছে।