গাজা উপত্যকার নিয়ন্ত্রণশীল সংগঠন হামাসের শীর্ষ নেতা খলিল আল-হায়া বলেছেন, গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ করার নিশ্চয়তা তারা পেয়েছেন। বৃহস্পতিবার রাতে এক ভিডিওবার্তায় তিনি এই খবর জানান।
ভিডিওবার্তায় খলিল আল-হায়া বলেন, “গাজায় যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। আমরা আমাদের মধ্যস্থতাকারী ও মার্কিন প্রশাসনের কাছ থেকে এই নিশ্চয়তা পেয়েছি।” তিনি জানান, এখন থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক ইসলামিক সংগঠন, দল ও গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে কাজ করবে হামাস।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেন; সেই পরিকল্পনায় ইসরায়েল, হামাস ও মধ্যস্থতাকারী দেশগুলোকে নীতিগতভাবে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। পরে শার্ম আল-শেখে অনুষ্ঠিত বৈঠকে ইসরায়েল, হামাস, মিসর, যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন এবং ৮ অক্টোবর ওই পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
ট্রাম্পের ওই ঘোষণা অনুযায়ী, ইসরায়েলের মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদন দেয় এবং ইসরায়েলের একটি সরকারি মুখপাত্র জানিয়েছে— মন্ত্রিসভার অনুমোদনের পর আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হবে এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
সিএ/এমআর