জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, নির্বাচনের আগে দেশে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হয়নি। প্রশাসন থেকে শুরু করে পুলিশ পর্যন্ত অনেকেই নির্বাচনে নির্দিষ্ট দলকে সুবিধা দিতে কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১০ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী আয়োজিত এক গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের আগে কোথাও সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নেই। অনেক সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে পড়েছেন, যা নির্বাচনের স্বচ্ছতাকে ক্ষুণ্ন করছে। এগুলো পরিহার করতে হবে।”
গোলাম পরওয়ার আরও বলেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নতুন হলেও এটি সারা বিশ্বে জনপ্রিয়। আমরা সরকার ও ঐকমত্য কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি— আপনারা পিআর পদ্ধতির পক্ষে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখুন।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের দোসর মেনন-ইনু ১৭ বছর ধরে শেখ হাসিনাকে রক্ষা করেছে। তারা তা না করলে তিনি এতদিন টিকতে পারতেন না। একই অপরাধে তাদেরও রাজনৈতিক বিচার হতে হবে।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগেই শেষ হয়, তা নিশ্চিত করতে হবে। যদি কোনো প্রভাবশালী মহলের হস্তক্ষেপে তারা বেঁচে যায়, তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না।”
সরকারের উদ্দেশে জামায়াতের এ নেতা বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি এবং অপরাধীদের বিচার নিশ্চিত করে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন। প্রধান উপদেষ্টার প্রতি আমরা আস্থা রাখি— তিনি যেন কোনো পক্ষের চাপে প্রভাবিত না হন।”
সিএ/এমআর