Saturday, January 17, 2026
15 C
Dhaka

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে মহাসমাবেশ ১২ অক্টোবর

(বদরুল ইসলাম)

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি এবং ব্যাকডেট সুবিধা বাস্তবায়নের দাবিতে আগামী ১২ অক্টোবর ২০২৫, সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়েছে। এ কর্মসূচি ঘোষণা করেছে ১৯৯০ থেকে ১৯৯৪ সালে জন্ম নেওয়া ব্যাকডেটপ্রাপ্ত সাধারণ শিক্ষার্থীরা।

আয়োজকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর এবং ব্যাকডেট প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, তারা নানা ধরনের প্রশাসনিক জটিলতা, করোনাকালীন স্থবিরতা ও নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের কারণে বারবার বঞ্চিত হয়েছেন।

তারা বলেন, ১৯৯০–১৯৯৪ সালে জন্মগ্রহণকারী প্রার্থীরা কোটা সংস্কার, সেশনজট, করোনা ও নিয়োগ বন্ধসহ নানা প্রতিকূলতার মুখে পড়েছেন। ফলে তাদের অনেকেই যোগ্য হয়েও চাকরির আবেদন করার সুযোগ হারিয়েছেন।

দাবির যৌক্তিকতা হিসেবে তারা উল্লেখ করেছেন—

১. কোটা বঞ্চিত, ৩২ বঞ্চিত, করোনায় ৩ বছর বঞ্চিত এবং ব্যাকডেট সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। (ব্যাকডেট প্রজ্ঞাপন হয় ২২ সেপ্টেম্বর ২০২২ সালে, কিন্তু কার্যকর ধরা হয় ২৫ মার্চ ২০২০ থেকে, যার ফলে ৩৯ মাসের মধ্যে ৩০ মাস প্রজ্ঞাপনের আগেই শেষ হয় এবং তা ছিল করোনাকালীন সময়)।

২. করোনা-পরবর্তী দেড় বছর অর্থনৈতিক মন্দার কারণে নিয়োগ সার্কুলার বন্ধ ছিল এবং পুনঃসার্কুলারে আবেদন করার সুযোগ দেওয়া হয়নি।

৩. বিগত ১৬ বছরে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নফাঁস, সেশনজট, অনিয়ম, দলীয়করণ, নিয়োগ বাণিজ্য, প্রক্সি বাণিজ্য, ডিভাইস বাণিজ্য ও চরম দুর্নীতির কারণে এক দিনে একাধিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যা প্রার্থীদের জন্য বড় প্রতিবন্ধকতা।

৪. প্রাইভেট সেক্টরেও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর হলেও সরকারি চাকরিতে তা কার্যকর না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

আয়োজকদের দাবি, উচ্চ যৌক্তিকতার ভিত্তিতে আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত অন্তত তিন বছরের জন্য সকল চাকরিতে আবেদনের ব্যাকডেট সুবিধা দিতে হবে।

তারা আরও জানান, সরকারের নিকট দাবি আদায় না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আয়োজকদের আহ্বান:

“আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে ভুক্তভোগী চাকরিপ্রত্যাশী, তারা ১২ অক্টোবর সারাদিন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মহাসমাবেশে যোগ দিতে সকল ব্যাকডেট প্রার্থীদের আহ্বান জানাচ্ছি।”

যোগাযোগ:

প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে ভুক্তভোগী চাকরিতে আবেদন প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

০১৯৬০৬৪৩৪৪৫, ০১৭৫০৩৩৫৫৩৮, ০১৭৮৬১৭৫৮৮১, ০১৫৪০১৮৮৬০৩, ০১৭৯৫৮৯৬৭৩৩

spot_img

আরও পড়ুন

সূর্যের কাছ থেকে বিরল মহাজাগতিক পর্যবেক্ষণ

নাসার পার্কার সোলার প্রোব সূর্যের অদৃশ্য জগতের পর্দা সরিয়ে...

মাইয়াতের জন্য দোয়া ও নেক আমল

মৃত্যু প্রতিটি মানুষের জন্য অবধারিত। মুসলিমের ইন্তেকালের পর জানাযা...

আঙুল ফোটানো: ভয়ভীতির চেয়ে বাস্তবতা

যাঁরা নিয়মিত আঙুল ফোটান, তাদের প্রায় সবাইকেই শোনা যায়—এতে...

সুস্থ থাকার জন্য মিষ্টির পরিমাণ নিয়ন্ত্রণ

চিনির স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনেকেই বিকল্প হিসেবে মধু বা গুড়...

বিয়ের প্রথম রাতের ইসলামি আমল

বিয়ের আরবি পরিভাষা নিকাহ, যার অর্থ একত্রিত হওয়া বা...

ঘরের বাতাসে লুকিয়ে থাকা অদৃশ্য দূষণ

অনেক সময় ঘরের ভেতরের বাতাসে থাকা অদৃশ্য দূষণ আমাদের...

ফোনের ছোট ভুলেই হতে পারে বড় নেটওয়ার্ক সমস্যা

মোবাইল ফোনে কথা বলতে গিয়ে হঠাৎ হঠাৎ কল কেটে...

প্রশান্ত জীবনের জন্য আমল ও দোয়া

মানুষের জীবন সুখ ও দুঃখের সম্মিলিত পথচলা। কখনো স্বস্তি,...

খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলেই কমতে পারে চুল পড়া

দীর্ঘদিন ধরে চুল পড়ার সমস্যায় ভোগা অনেকের জন্য হতাশার...

স্মার্টফোন স্লো হওয়ার প্রধান কারণগুলো

স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ব্যবহার দিন...

সিইএসে আলোচনায় স্যামসাংয়ের তিন ভাঁজের স্মার্টফোন

গত মাসে দক্ষিণ কোরিয়ার বাজারে তিন ভাঁজের স্মার্টফোন গ্যালাক্সি...

দৃশ্যমান ও গায়েবি বাস্তবতার সম্পর্ক

কনকনে শীতের সকালে শরীর কেঁপে ওঠে, নিঃশ্বাস ভারি হয়ে...

আর্থিক উন্নতির পথে কোন অভ্যাসগুলো বাধা

অর্থনৈতিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় মানুষের...

‘ছেলেটা পরিবারসহ চলে গেল, কিছুই করতে পারিনি’

রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন...
spot_img

আরও পড়ুন

সূর্যের কাছ থেকে বিরল মহাজাগতিক পর্যবেক্ষণ

নাসার পার্কার সোলার প্রোব সূর্যের অদৃশ্য জগতের পর্দা সরিয়ে দিয়েছে। ২০২৪ সালের ক্রিসমাস ইভে মহাকাশযানটি সূর্যের পৃষ্ঠ থেকে মাত্র ৩৮ লাখ মাইল দূর দিয়ে...

মাইয়াতের জন্য দোয়া ও নেক আমল

মৃত্যু প্রতিটি মানুষের জন্য অবধারিত। মুসলিমের ইন্তেকালের পর জানাযা নামাজ ও দাফন শুধুমাত্র সামাজিক দায়িত্ব নয়, এটি গুরুত্বপূর্ণ ইবাদত। অনেকের মনে প্রশ্ন আসে—কতজন মুসল্লি...

আঙুল ফোটানো: ভয়ভীতির চেয়ে বাস্তবতা

যাঁরা নিয়মিত আঙুল ফোটান, তাদের প্রায় সবাইকেই শোনা যায়—এতে আঙুল বড় হয়, হাড়ের সন্ধিস্থলে ব্যথা হয় বা ভবিষ্যতে আর্থ্রাইটিস হতে পারে। এই ধারণা কয়েক...

সুস্থ থাকার জন্য মিষ্টির পরিমাণ নিয়ন্ত্রণ

চিনির স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনেকেই বিকল্প হিসেবে মধু বা গুড় বেছে নিচ্ছেন। তবে পুষ্টিবিদদের মতে, মধু বা গুড় সম্পূর্ণ নিরাপদ বিকল্প নয়। মধুতে সামান্য অ্যান্টি-অক্সিডেন্ট ও...
spot_img