৭২ বছর বয়সে যদি তাকে ‘সেফ এক্সিট’-এর কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে ‘উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই, ও সেফ এক্সিট’ শিরোনামে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেন, “গতকাল সকাল ৭টা ৪৫ মিনিটে ট্রেনে ভৈরব যাই। সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মইনুদ্দিন, রেল ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। ট্রেনে ওঠার আগে কমলাপুর স্টেশন পরিদর্শন করি ও যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করি।”
ভৈরবে পৌঁছে আশুগঞ্জ স্টেশন পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি জানান, স্থানীয় বিএনপি, জামায়াতসহ জনগণের সঙ্গে কথা বলেছেন এবং স্টেশনটির বি-শ্রেণি পুনর্বহালের দাবি শুনেছেন। “স্টেশনের বেহাল দশা দেখে রেলের মহাপরিচালককে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছি ত্রুটি নিরসনে,” বলেন তিনি।
মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা প্রসঙ্গে উপদেষ্টা লেখেন, “সরাইলের পথে সাত-আট কিলোমিটার অগ্রগতি না হওয়ায় মোটরসাইকেল খুঁজে রওনা দিতে হয়। কিন্তু চালক বা যাত্রীর কারও হেলমেট ছিল না। বহু খোঁজাখুঁজির পর একটি হেলমেট পেয়ে সেটি নিজে পরে যাত্রা করি। হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দিয়েছি।”
সরাইল বিশ্বরোডের যানজট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “মূল সমস্যা হলো চালকদের শৃঙ্খলাহীনতা ও ট্রাফিক পুলিশের দুর্বলতা। ভারতীয় ঋণে বাস্তবায়িত প্রকল্পের ঠিকাদার চলে যাওয়ায় বিলম্ব হয়েছে, তবে এখন কাজ পুনরায় শুরু হয়েছে।”
তিনি জানান, ছয় দফা পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে রাস্তা সংস্কারের জন্য এবং ১২ জন কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ায় পদায়ন করা হয়েছে। “আশা করছি দ্রুতই চলাচল স্বাভাবিক হবে,” লিখেন তিনি।
সাংবাদিকের প্রশ্নে সেফ এক্সিট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এ বিষয়টি উত্থাপনকারী নাহিদ ইসলাম আমার স্নেহভাজন ও শ্রদ্ধার পাত্র। আমি রাজনৈতিক মন্তব্য করি না।”
নিজের সততা ও দায়িত্ব পালনের বিষয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান লিখেন, “পদে থেকে কখনও অন্যায় সুবিধা নেইনি, কাউকে চাকরি বা ব্যবসায় সুযোগ দেইনি। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগও গ্রহণ করিনি।”
শেষে তিনি দুঃখ প্রকাশ করে লেখেন, “তাই, আজ ৭২+ বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয়।”
সিএ/এমআর