ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুর হার বাড়ানো হবে বলে জানিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ—ডিকাব’-এর ২৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানা গেছে।
বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম বর্তমানে বিশ্বের যে কোনো স্থানে চলমান বৃহত্তম ভিসা কার্যক্রমগুলোর মধ্যে একটি। তিনি আরও জানান, “গত বছরের জুলাই ও আগস্টের ঘটনায় সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হওয়ায় ভিসা পরিষেবা দিতে প্রয়োজনীয় লোকসংখ্যা পুনর্বিন্যাস করা হয়েছিল। এখন কার্যক্রম আগের তুলনায় অনেক বেড়েছে এবং আগামী দিনে আরও বাড়বে।”
ডিকাবের প্রতিনিধি দল ভারত সরকারের আমন্ত্রণে দেশটিতে সফররত ছিলেন।
সিএ/এমআর