বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে নোয়াখালীকে বিভাগ করার কাজ তাদের প্রথম অগ্রাধিকার হবে। তিনি উল্লেখ করেছেন, সিলেট, রংপুর ও ময়মনসিংহকে বিভাজন করার কাজ ইতিমধ্যেই জরুরি ছিল। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো নোয়াখালীকে বিভাগ করা।
সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকার নোয়াখালী জেলা সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে বুলু এসব কথা বলেন।
বুলু বলেন, নোয়াখালী জেলার আয়তন বর্তমানে ২০০০ বর্গ কিলোমিটার এবং এটি সমুদ্রবন্দর হিসেবে গুরুত্বপূর্ণ। তিনি দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে নোয়াখালীর নেতাদের অবদান তুলে ধরেন। বুলু আরও বলেন, বাংলাদেশের সৃষ্টিতে সিরাজুল আলম খানের ভূমিকা অপরিসীম, এবং আ. স. ম. আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন। এছাড়া প্রথিতযশা সাংবাদিকদের বাড়িও নোয়াখালীতে অবস্থিত।
তিনি জানান, পাকিস্তান তৈরি হওয়ার পর প্রথম জেলা কমিটি গঠিত হয় নোয়াখালী জেলা সমিতি দ্বারা। তাই বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার জন্য জোর প্রচেষ্টা চালানো হবে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার বাড়িও বৃহত্তর নোয়াখালীতে অবস্থিত।
সিএ/এমআর


