লা লিগার শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে বার্সেলোনা। রবিবার রাতে সেভিয়ার মাঠে ৪-১ গোলে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল হান্সি ফ্লিকের দল।
সেভিয়ার হয়ে গোল করেন আলেক্সিস সানচেজ, ইসাক রোমেরো, হোসে আনহেল কারমোনা ও অ্যাকর অ্যাডামস। বার্সেলোনার একমাত্র গোলটি আসে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ডের পা থেকে।
এই হারের আগে লা লিগায় অপরাজিত ছিল বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা দ্বিতীয় হার। গত সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে পিএসজির কাছে ২-১ গোলে হেরেছিল কাতালানরা।
৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে জয়ে ১৩ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে সেভিয়া।
ম্যাচের ১৩তম মিনিটেই পেনাল্টি থেকে বার্সার সাবেক তারকা সানচেজ গোল করে সেভিয়াকে এগিয়ে নেন। ৩৬তম মিনিটে রোমেরোর শটে ব্যবধান দ্বিগুণ হয়। যোগ করা সময়ে পেদ্রির ক্রসে র্যাশফোর্ড দুর্দান্ত ভলিতে গোল করে ব্যবধান কমান।
দ্বিতীয়ার্ধে বার্সার সামনে সমতায় ফেরার সুযোগ আসে পেনাল্টি থেকে। কিন্তু ৭৬তম মিনিটে লেভানদোভস্কি শট বাইরে মারলে সেই সুযোগ হাতছাড়া হয়। শেষদিকে কারমোনা ও অ্যাডামসের গোল বার্সেলোনাকে বড় হারের স্বাদ দেয়।
সিএ/এমআর