ফিলিস্তিনের গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে ইসরায়েল। এখন শুধু হামাস সম্মত হলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। শনিবার (৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে একটি মানচিত্র প্রকাশ করে। সেই মানচিত্রে নির্ধারিত সীমারেখা থেকেই সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে ইসরায়েল বলে জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, “আলোচনার পর ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। আমরা হামাসকে বিষয়টি দেখিয়েছি। হামাস যখন নিশ্চিত করবে, তখন যুদ্ধবিরতি কার্যকর হবে এবং জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে।”
তিনি আরও বলেন, “এরপর আমরা পরবর্তী পর্যায়ের সেনা প্রত্যাহারের জন্য পরিস্থিতি তৈরি করব। এর মাধ্যমে আমাদের এই ৩ হাজার বছরের বিপর্যয় শেষ হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ এবং সুস্থ থাকুন!”
এদিকে, বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী, হোয়াইট হাউসের প্রকাশিত মানচিত্র অনুযায়ী প্রথম ধাপে সেনা প্রত্যাহারের পরও গাজার প্রায় ৫৫ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে।
সিএ/এমআরএফ