ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নিয়ে কোনো শঙ্কা বা সন্দেহের সুযোগ নেই।
শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ সফর প্রসঙ্গে ফখরুল বলেন, “সফরটি অত্যন্ত সফল হয়েছে। জাতিসংঘের অধিবেশন ছাড়াও প্রবাসীদের সঙ্গে যে সভাগুলো হয়েছে, সেগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে। সব মিলিয়ে গণতন্ত্রের জন্য ইতিবাচক হয়েছে।”
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন রয়েছে। আগামী নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি কাজ চালিয়ে যাবে।
নিউইয়র্কে বিমানবন্দরে অবতরণের পরে হেনস্তা হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “আমরা এগুলোকে খুব বড় কিছু মনে করি না। এর আগেও হয়েছে। এগুলো আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক সংস্কৃতিরই অংশ।”
গত ২৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গি হিসেবে নিউইয়র্ক যান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফেরেন, আর বিএনপি মহাসচিব আমেরিকায় দলীয় একটি অনুষ্ঠান শেষে একদিন পর দেশে ফেরেন।
প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে আরও ছিলেন—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।
সিএ/এমআরএফ