নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বোলারদের নৈপুণ্যের পর রুবাইয়া হায়দারের ফিফটিতে ভর করে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে টাইগ্রেসরা। কলম্বোতে শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ১১৩ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করে ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামিম। জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানার দল।
বাংলাদেশের হয়ে ওপেনার রুবাইয়া হায়দার ওয়ানডে অভিষেকেই ফিফটি হাঁকান। ৭৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে তিনি দলের জয়ের নায়ক হন। অধিনায়ক নিগার সুলতানা ২৩ রান ও সুবহানা মোস্তারি অপরাজিত ২৪ রান করেন।
এর আগে বল হাতে দুর্দান্ত শুরু এনে দেন মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই টানা দুই বলে উইকেট নেন তিনি। পাকিস্তানের ব্যাটাররা শুরু থেকেই নাহিদা-রাবেয়াদের স্পিনে বিভ্রান্ত হন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় তারা।
বাংলাদেশের হয়ে ৫ রানে ৩ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার হন স্বর্ণা আক্তার। এছাড়া মারুফা ও নাহিদা ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।
সিএ/এমআরএফ