ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা গেছে সম্প্রতি একটি ভিডিওতে। সেখানে তাঁদের ছেলে আব্রাম খান জয়কেও দেখা যায়। মুহূর্তেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
দীর্ঘদিন আলাদা থাকলেও শাকিব–অপুকে একসঙ্গে দেখে ভক্তরা আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, সন্তানের জন্য হলেও তাঁদের এই একসঙ্গের মুহূর্ত প্রশংসনীয়। কেউ কেউ আবার শৈল্পিক দিক থেকে এই তারকা জুটিকে ফের পর্দায় দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ভিডিওটি মূলত পারিবারিক এক অনুষ্ঠানের সময় ধারণ করা হয় বলে জানা গেছে। সেখানে শাকিব ও অপুকে একসঙ্গে ঘরোয়া পরিবেশে দেখা যায়। ভক্তরা বিশেষ করে জয়কে কেন্দ্র করে তাঁদের পারিবারিক সময়কে ভালোভাবে গ্রহণ করেছেন।
উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস একসময় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন। তাঁদের একসঙ্গে অভিনীত অসংখ্য সিনেমা বাণিজ্যিকভাবে সফল হয়েছে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণে তাঁরা আলাদা থাকলেও এখনো তাঁদের নাম একসঙ্গে এলে দর্শক-ভক্তদের আগ্রহ বেড়ে যায়।