গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কের খলসি এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী শিশুসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, ঘোড়াঘাট থেকে যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের দিকে আসা অটোরিকশাকে ঢাকাগামী একটি ট্রাক মৌসুমি পাম্পের সামনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত ৮ জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জাহেদুল ইসলাম ও ১৯ দিনের এক নবজাতক মারা যায়। আহতদের চিকিৎসা চলছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, ঘটনার পর ট্রাকটি আটক করেছে পুলিশ।