রাঙামাটির রাজবাড়ী এলাকায় প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে ৬ লাখ লিটার ধারণক্ষমতার একটি বিশাল আয়তনের ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণ করা হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের কাজ চলমান থাকলেও নিচু এলাকায় বসবাসরত ছয়টি পরিবার দাবি করেছে, পাহাড় কেটে জায়গা সমতল করার ফলে তারা মারাত্মক ভূমিধসের ঝুঁকিতে পড়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাহাড় কাটার মাটি নিচু ঢালে গড়িয়ে পড়ছে এবং তা আটকে রাখতে শুধু গাছের খুঁটি ও বালুর বস্তা ব্যবহার করা হয়েছে। স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় যেকোনো মুহূর্তে ভূমিধস হয়ে তাদের বাড়িঘর চাপা পড়তে পারে, যা প্রাণহানির ঝুঁকিও সৃষ্টি করেছে।
শঙ্কিত পরিবারগুলো জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন দিয়ে আরসিসি গার্ডারওয়াল নির্মাণের দাবি জানিয়েছে। তাদের মতে, পানির ট্যাঙ্কের জন্য দুই পাশে দৃঢ় সুরক্ষা ব্যবস্থা না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিবন্ধী স্কুলের সম্পাদক নুরুল আবচারও নির্মাণকাজে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া জানিয়েছেন, প্রকল্পের নকশায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে এবং পাশে আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে। বর্তমানে কাজের প্রাথমিক ধাপ চলছে এবং শেষ হলে এলাকায় নিরাপত্তা সংকট থাকবে না।
জেলা প্রশাসক মো. হাবিব উল্ল্যাহ মারুফ জানিয়েছেন, পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হবে।