আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসাবে হাজার ছক্কার মাইলফলক ছুঁয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, এখনও দলীয়ভাবে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তাদেরই। তবে ২০২৫ সালে ম্যাচপ্রতি ছক্কার দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের দল এ বছর মাত্র ছয়টি ম্যাচে হাঁকিয়েছে ৭৭ ছক্কা, গড়ে প্রতি ম্যাচে ১২.৮৩টি।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচে ৬৪ ছক্কার পর, রোববার ডারউইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া মেরেছে আরও ১৩ ছক্কা, যার আটটি এসেছে টিম ডেভিডের ব্যাট থেকে। এই ছক্কা ঝড়ের ধারাবাহিকতায় টানা ছয় ম্যাচে জয় পেয়েছে তারা।
পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ২০২৫ সালে সর্বোচ্চ ছক্কা হাঁকানো দল ওয়েস্ট ইন্ডিজ—১২ ম্যাচে ১৩০ ছক্কা, গড়ে ১০.৮৩টি করে। পাকিস্তান ১৪ ম্যাচে ১০৮ ছক্কা, গড়ে ৭.৭১টি করে।
বাংলাদেশও এ বছর প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে ছক্কার সেঞ্চুরি করেছে। ১২ ম্যাচে ১০০ ছক্কা হাঁকিয়ে গড় দাঁড়িয়েছে ৮.৩৩টি, যা দলের জন্য উল্লেখযোগ্য উন্নতি হলেও অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের তুলনায় পিছিয়ে।
সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কাবাজ দলের তালিকায় বাংলাদেশের অবস্থান দশম। ১৯৪ ম্যাচে বাংলাদেশের ছক্কা ৮২৪টি, যেখানে মাত্র ১৪১ ম্যাচে আফগানিস্তানের ছক্কা ৮৩৯টি। শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ—২২৮ ম্যাচে ১৭২১ ছক্কা, দ্বিতীয় স্থানে ভারত—২৪৭ ম্যাচে ১৫৬৯ ছক্কা।