আগামী ডেস্কঃ
গত ২১ জুলাই ইয়ুথ ফেস্ট-১৭ এর অংশ হিসেবে হোটেল গ্রান্ড পার্কে প্লান ইন্টারন্যশনার বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠিত হয় “ইন্ডিং জেন্ডার ভায়োলেন্স” সেমিনার। যেখানে বরিশাল বিভাগের ৬ জেলা থেকে প্রায় ৭০ জন তরুণ-তরুণী অংশ গ্রহন করেন। ফায়েজ বেলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ-বিএমপি এর পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল। বক্তব্য প্রদান করেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বিভাগীয় ম্যানেজার শাহরুখ সোহেল এবং চাইল্ড রাইটস গভার্নেন্স ও ইয়ুথ সিটিজেনশিপ এর ম্যানেজার আমিনা মনি।
এছাড়াও অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেছে বাংলার মালালা এওয়ার্ড প্রাপ্ত শাহিদা আক্তার স্বর্না।
প্রধান অতিথির বক্ত্যব্যে পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন বলেন, জেন্ডার ভায়োলেন্স বলতে আমরা শুধু নারীর প্রতি সহিংসতাই বুঝি কারন বাংলাদেশে আমরা নারীদের কে একটু অন্য ভাবে দেখি। তাই জেন্ডার ভায়োলেন্স বন্ধ করতে হলে নারীদেরকেই এগিয়ে আসতে হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ নারীর প্রতি সহিংসতা বন্ধে জিরো টলারেন্স হয়ে কাজ করছে।