সাবিত রেজা
ইংল্যান্ড এর কাউন্টি ক্রিকেট এ ন্যাটশায়ার টি-টুয়েন্টি ব্লাস্ট এ এসেসক্স এর হয়ে খেলতে গত ৮ এপ্রিল দেশ ছাড়ে তামিম ইকবাল।তাদের হয়ে একটি টি-টুয়েন্টি খেলেন তিনি।একমাত্র টি-টুয়েন্টিতে মাত্র সাত রান করেন হার্ডহিটার এই ব্যাটসম্যান।আজ এসেসক্স তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ জানান যে এই মূহুর্ত থেকে তামিম ইকবাল আর তাদের হয়ে খেলবেন না।ব্যাক্তিগত কারন দেখিয়ে আজই দেশে ফিরবেন তিনি।এছাড়া তার ক্লাব আর কিছু প্রকাশ করেনি।