দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ১ হাজার ২৩৫ ফুট গভীরে কাজ করার সময় দুর্ঘটনায় এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। নিহত প্রকৌশলী ওয়াং জিয়ান গুয়ো (৫৫) খনির পালা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে খনির ১৩০৫ নম্বর ধাপে এ দুর্ঘটনা ঘটে।
বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, খনির ভেতরে সরঞ্জাম স্থানান্তরের সময় অসাবধানতাবশত একটি স্টিলরোপের সঙ্গে আটকে গুরুতর আহত হন ওয়াং জিয়ান গুয়ো। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরদিন মঙ্গলবার পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, বড়পুকুরিয়া কয়লাখনির পাশে বিস্ফোরণে আহত হয়েছে ১০ বছর বয়সী এক শিশু। মঙ্গলবার দুপুরে চৌহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু ইলিয়াস হোসেন স্থানীয় ছালেফিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী এবং গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে। বিস্ফোরণে তার ডান হাতের কবজি উড়ে যায়। বর্তমানে সে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।