সিরিজের মাঝপথে যুক্তরাজ্যে যাচ্ছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাঝপথে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স ব্যক্তিগত কারণে যুক্তরাজ্যে যাচ্ছেন। দলের ব্যবস্থাপক নাফিস ইকবাল জানিয়েছেন, সিমন্স শনিবারের দ্বিতীয় ওয়ানডেতে উপস্থিত থাকবেন না, তবে ৭ জুলাই দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন।
নাফিস ইকবাল জানান, সিমন্সের যুক্তরাজ্য যাত্রা আগে থেকেই নির্ধারিত ছিল। গত ফেব্রুয়ারিতে তাঁর চিকিৎসক দেখানোর কথা ছিল, তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে তখন যাওয়া সম্ভব হয়নি। এবার আর অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তনের সুযোগ না থাকায় তিনি দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন।
এদিকে সিরিজে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার, আর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৮ জুলাই পাল্লেকেলেতে। ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে।