Home মতামত জুলাইয়ে শহীদ হতে না পারায় আমার আফসোস রয়ে গেছে: আসিফ মাহমুদ

জুলাইয়ে শহীদ হতে না পারায় আমার আফসোস রয়ে গেছে: আসিফ মাহমুদ

0
উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

জুলাইয়ে শহীদ হতে না পারায় আফসোস প্রকাশ আসিফ মাহমুদের
জুলাই মাসে শহীদ হতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, “গত বছর জুলাই মাসেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এই দেশের জনগণ পরে তার কী পরিণতি ঘটিয়েছে, তা সবারই জানা।”

তিনি আরও লিখেন, “৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। শাহাদাতের সুযোগ এলে আমি কখনো পিছু হটব না। কারণ, এই জুলাই মাসই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।”

শহীদ হতে না পারার প্রতি আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “এটা আমার জন্য ব্যক্তিগতভাবে একটি আফসোস হয়ে রইল।”

আসিফ মাহমুদ তাঁর স্ট্যাটাসে আরও লেখেন, “আমি কিংবা আমরা না থাকলেও ক্ষতি নেই। কারণ আমাদের ভিশন কোনো একটি জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি সার্বভৌম ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। সেই পথে বিপ্লবীদের এগিয়ে চলা থেমে যাবে না।”

স্ট্যাটাসের এক পর্যায়ে তিনি লেখেন, “একটারে মারি একটাই যায়, বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version