Home আইন ও অপরাধ নাটোর শিশু ধর্ষণ ও হত্যার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড

নাটোর শিশু ধর্ষণ ও হত্যার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড

0

নাটেরের নলডাঙ্গায় শিশু মায়া খাতুন (১১) কে ধর্ষণ ও হত্যার দায়ে দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর পশ্চিমপাড়া গ্রামের মোহম্মদ টিপুর ছেলে মোবারক হোসেন কালু (২৪) ও একই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোহম্মদ মিঠুন (২৫)।

আদালত সূত্রে জানা যায়, ২৭ জুলাই নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর গ্রামের দিনমজুর জহুরুল ইসলামের শিশু কন্যা ও ইয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মায়াকে জঙ্গলে নিয়ে প্রতিবেশী মোবারক হোসেন কালু ও মিঠুন নামে দুই যুবক ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে জঙ্গলের মধ্যে ফেলে রেখে যায়। এ ঘটনায় জহুরুল বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে। সাক্ষ্য প্রমাণ শেষে শিশু আদালতের বিচারক হাসানুজ্জামান আজ দুপুরে এই রায় দিয়েছেন।

পিপি শাজাহান কবির দু’জনের মৃত্যুদণ্ডাদেশের সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মাসুদ হাসান সেলিম।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version