Home আইন ও অপরাধ নাটোর চিনিকলে সাহসী ডাকাতি: নিরাপত্তারক্ষীদের বেঁধে প্রায় ৯০ লাখ টাকার সরঞ্জাম লুট

নাটোর চিনিকলে সাহসী ডাকাতি: নিরাপত্তারক্ষীদের বেঁধে প্রায় ৯০ লাখ টাকার সরঞ্জাম লুট

0

নাটোর চিনিকলে ঘটে গেছে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। শনিবার রাত দেড়টার দিকে চিনিকলের পেছনের ভাঙা দরজা দিয়ে একদল ডাকাত প্রবেশ করে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ১২ জন কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।

পরবর্তীতে ডাকাতরা পরিকল্পিতভাবে মিল হাউজ, প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন ইউনিট থেকে প্রায় ৯০ লাখ টাকার ধাতব যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম লুট করে ট্রাকে করে নিয়ে যায়।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান জানান, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

চিনিকলের পক্ষ থেকে যে প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে, তাতে উল্লেখযোগ্য লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে—১০টি মিল হাউজ গান মেটাল জার্নাল বিয়ারিং, ওয়েল্ডিং ক্যাবল, বিভিন্ন ধরনের ব্রাশ শ্যাফট, পাম্প ইম্পেলার, ইনার প্লেট, সিরাপ পাম্প, ফিটিং বুশ, আলমারির প্রয়োজনীয় যন্ত্রাংশ, ইলেকট্রিক তারসহ আরও বহু মূল্যবান যন্ত্রাংশ।

ঘটনার পরপরই নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেইন ও থানার ওসি মো. মাহাবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্তের কাজ চলছে। মামলার প্রস্তুতিও নিচ্ছে কর্তৃপক্ষ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version