Home আইন ও অপরাধ গাজীপুরে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যায় নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

গাজীপুরে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যায় নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

0
গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানার ভেতর শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরের কোনাবাড়ীতে কারখানায় চুরির অপবাদ দিয়ে হৃদয় (১৯) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির আরও দুই নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার কোনাবাড়ী ও সেলিমনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর বাগমারা এলাকার হাটমাদনগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৩০) ও কোনাবাড়ী কুদ্দুসনগর এলাকার বেলাল হোসেন (৪৫)। তারা দুজনই গ্রিনল্যান্ড লিমিটেড নামের কারখানার নিরাপত্তাকর্মী।

পুলিশ সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকায় গ্রিনল্যান্ড লিমিটেড নামের কারখানার ভেতরে গত শনিবার ভোরে শ্রমিক হৃদয়কে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তাঁকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় নিহতের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ সিসিটিভির ফুটেজ থেকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে।

মামলায় গত রোববার হাসান মাহমুদ নামের এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এ ছাড়া গতকাল সোমবার মধ্যরাতে কোনাবাড়ী এলাকার একটি বাসা থেকে শফিকুলকে ও মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version