আন্তর্জাতিক ডেস্ক | চ্যানেল আগামি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ মিশন চলাকালে মার্কিন বিমানবাহিনীর থান্ডারবার্ডস দলের একটি এফ-১৬সি ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ভাগ্যক্রমে পাইলট জরুরি মুহূর্তে ইজেকশন সিট ব্যবহার করে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন।
থান্ডারবার্ডসের নিশ্চিতকরণ
নেভাদার নেলিস এয়ারবেসে অবস্থানরত থান্ডারবার্ডস হলো যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান অ্যারোবেটিক প্রদর্শনী দল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়—
“নিয়ন্ত্রিত আকাশসীমায় রুটিন প্রশিক্ষণ চলার সময় পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
বিমানবাহিনীর ফিফটি সেভেনথ উইং নিশ্চিত করেছে যে ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় তথ্য পর্যায়ক্রমে জনসাধারণকে জানানো হবে।
বিধ্বস্তের স্থান ও উদ্ধার অভিযান
স্যান বার্নার্ডিনো কাউন্টির ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটের দিকে জরুরি অবস্থার খবর পেয়ে বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ট্রোনা এলাকার একটি শুষ্ক হ্রদে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিস কর্মীরা নেভাল এয়ার ওয়েপন্স স্টেশন চায়না লেকের জরুরি উদ্ধারকর্মীদের সঙ্গে যৌথভাবে আগুন নেভানোর কাজ সম্পন্ন করে।
বিমানটিতে পাইলট একাই ছিলেন এবং তাঁর আঘাত প্রাণঘাতী নয় বলে জানানো হয়েছে। জরুরি উদ্ধার শেষে তাঁকে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়েছে।


