যুক্তরাষ্ট্রে ফেডারেল খাদ্যসহায়তা কর্মসূচির (এসএনএপি) সুবিধাভোগীদের ব্যক্তিগত তথ্য হস্তান্তরের নির্দেশ না মানলে তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স এই সতর্কবার্তা দেন। ইতিমধ্যে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলো তথ্য-উপাত্ত না দেওয়ার সিদ্ধান্তে অনড় থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।
মন্ত্রিসভার বৈঠকে রোলিন্স জানান, নিউইয়র্কসহ ২১টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর (ইউএসডিএ) এসএনএপি—যা ‘ফুড স্ট্যাম্পস’ নামেও পরিচিত—সুবিধাভোগীদের পরিচয়সংক্রান্ত তথ্য চাওয়ায় এই মামলা হয়। এসএনএপি কর্মসূচি নিম্ন আয়ের পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী কেনার সুযোগ দেয়। ২০২৪ অর্থবছর পর্যন্ত এ কর্মসূচির ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা ছিল প্রায় ৪ কোটি ১৭ লাখ—মোট মার্কিন জনসংখ্যার প্রায় ১২ শতাংশ।
ইউএসডিএর নির্দেশ অনুযায়ী অঙ্গরাজ্যগুলোকে সামাজিক নিরাপত্তা নম্বর, জন্মতারিখ এবং ঠিকানাসহ সংবেদনশীল তথ্য ফেডারেল কর্তৃপক্ষের কাছে সরবরাহ করতে হবে। সমালোচকদের দাবি, এতে ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি তৈরি হবে।
তবে রোলিন্সের ব্যাখ্যা, সম্ভাব্য জালিয়াতি প্রতিরোধ এবং করদাতাদের সুরক্ষার জন্য এসব তথ্য অত্যাবশ্যক। তিনি বলেন, “ইউএসডিএ যাতে ফুড স্ট্যাম্প সংক্রান্ত জালিয়াতি শনাক্ত করতে পারে, সেজন্য সব অঙ্গরাজ্যের তথ্য প্রয়োজন।”
তিনি আরও জানান, রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত ২৯টি অঙ্গরাজ্য ইতিমধ্যে তথ্য দিতে রাজি হয়েছে। কিন্তু ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, মিনেসোটা–সহ ডেমোক্র্যাট-সমর্থিত ২১টি অঙ্গরাজ্য তথ্য হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছে।
রোলিন্স স্পষ্ট করে বলেন, এই অঙ্গরাজ্যগুলো নির্দেশ না মানা পর্যন্ত তাদের জন্য নির্ধারিত এসএনএপি তহবিল ফেডারেল সরকার পাঠাবে না, এবং আগামী সপ্তাহ থেকেই এই পদক্ষেপ বাস্তবায়ন শুরু হবে।


